ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর মনোহরদীতে ট্রাকচাপায় দুই অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন। শনিবার (৬ মার্চ) সকালে ঢাকা-মনোহরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন ও নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম। আহতরা হলেন, আলামীন, আলেহা বেগম ও শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানায়, মাটিবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ঢাকা-মনোহরদী মহাসড়কে পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ট্রাকটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply