ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারী (শনিবার) নরসিংদীর মাধবদীতে হ্যারিটেজ রিসোর্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী, গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ তামান্না নুসরাত বুবলী, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, এফবিসিসিআই সদস্য প্রবীর কুমার সাহা, চেম্বারের সাবেক সভাপতি মোশাররফ হোসেন সিআইপি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট শামীম নেওয়াজ প্রমুখ। দিনব্যাপী কুইজ, রেফেল ড্র সহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন ছিল।
সন্ধ্যার পর ঐশী, আশিক সহ বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশন হয়।
Leave a Reply