রাব্বি সরকার : নরসিংদী পৌরসভার দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বাদ জোহর নরসিংদী দত্তপাড়ার ঈদগাহ মাঠে জানাজা শেষে দত্তপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
বুধবার (৩ মার্চ) রাত সোয়া ৮টায় তিনি নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে শত শত নারী পুরুষ তাকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমান। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসসহ দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন।
আব্দুল মতিন সরকার ১৯৯৩ সাল থেকে ২০০৪ সাল নরসিংদী পৌরসভায় নিবাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৪ সাল থেকে জেলা আওয়ামী লীগের সদস্য এবং ১৯৯৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
Leave a Reply