ডেইলি নরসিংদী ২৪ : রাত পোহালেই নরসিংদী সদর উপজেলার নরসিংদী এবং মাধবদী পৌরসভায় অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মো. মেজবাহ উদ্দিন ও রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ।
নরসিংদী পৌরসভায় মোট ৯৯ হাজার ৪৫৪ জন ভোটারের বিপরীতে মোট মেয়র প্রার্থী ৪ জন, কাউন্সিলর প্রার্থী ৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১০ জন।
মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের আমজাদ হোসেন বাচ্চু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ূম (মোবাইল), বিএনপির হারুন অর রশিদ (ধানের শীষ) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আসাদুল হক হামিদ (হাতপাখা)।
অপর দিকে মাধবদী পৌরসভায় মোট ৩২ হাজার ৪৮৩ জন ভোটরের বিপরীতে মোট মেয়র প্রার্থী রয়েছেন ৪ জন, কাউন্সিলর প্রার্থী ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১১ জন।
মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মোশাররফ হোসেন প্রধান মানিক (নৌকা), বিএনপির আনোয়ার হোসেন আনু (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. শামীম হোসেন মনির (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াছমিন (মোবাইল)।
নরসিংদী পৌরসভায় মোট ভোটকেন্দ্র ৪০টি এবং মাধবদীতে ১৫টি। তবে নরসিংদী পৌরসভায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হলেও মাধবদীতে হবে ভিন্ন পদ্ধতি ইভিএম-এ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এছাড়া, পর্যাপ্ত পুলিশ, বিজিবি এবং র্যাবের সদস্যরা মাঠে থাকবেন।
Leave a Reply