ডেইলি নরসিংদী ২৪ : আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে ২নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মেহেদী হাসান মামুন এবং হাজী অন্তুুর বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নৌকার সমর্থনে নরসিংদী শহরের ব্রাহ্মণদী থেকে মিছিল শুরু ২নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা মোড়ে এসে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমাজাত হোসেন বাচ্চুর নৌকা মার্কার উঠান বৈঠকে এসে যোগদান করেন।
মেহেদী হাসান মামুন এবং হাজী অন্তুর শোডাউনে হাজার হাজার নারী পুরুষের সমাগম হয়। এসময় নৌকা বিজয়ের জন্য স্লোগানে স্লোগানে মুখরীত হয়ে উঠে শহর।
Leave a Reply