ডেইলি নরসিংদী ২৪ : বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের হাতে এসব সম্মাননা তুলে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মোঃ রেজাউল ইসলাম নিলয় (পিতা-মোঃ ছাইফুল ইসলাম) ও মেহেরিন আক্তার (পিতা-মোঃ বিল্লাল হোসেন)। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর জানান, বাংলাদেশ পুলিশ প্রতিবছর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের এই পুরস্কার প্রদান করলেও বর্তমানে করোনাকালীন সময়ে সংশ্লিষ্ট ইউনিট ভিত্তিক আলাদাভাবে এই পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply