রাব্বি সরকার : নরসিংদী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সাইফুউদ্দিন (জিয়া) বলেছেন, আমার প্রতীক পানির বোতল। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি একটি স্বপ্ন নিয়ে, একটি উদ্দেশ্যে নিয়ে। সেটি হলো আমি মানুষের সেবক হয়ে কাজ করবো। মানুষের সুখে দুখে, বিপদে আপদে পাশে থাকবো। আমি নিজেকে একটি জনপ্রিয় কাউন্সিরর হিসেবে প্রতিষ্ঠিত করবো। এবং আমার নির্বাচনের আরেকটি উদ্দেশ্যে হলো, বিগত দিনগুলোতে আমার এলাকা আমার ৫ নং ওয়ার্ড অবহেলীত ছিলো। এখানে প্রচুর উন্নয়নের দরকার। রাস্তা করতে হবে, ড্রেনের ব্যবস্থা উন্নয়ন করতে হবে, লাইটিং ব্যবস্থা করতে হবে। নির্বাচিত হলে আমি এই ওয়ার্ডকে উন্নত ও মায়াময় ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করবো।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে প্রতিবেদককে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমার ৫নং ওয়ার্ডেও প্রতিটি ঘড়ে ঘড়ে আমার ভোট আছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আমাবাদি।
Leave a Reply