রাব্বি সরকার : নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ খন্দকার পারভেজ বলেছেন, আমি নির্বাচিত হলে ১নং ওয়ার্ডকে আলোকিত করবো। আমার মার্কাটাই আলোকিত মার্কা। টিউব লাইট মার্কা। রাস্তা-ঘাট, ড্রেনের কাজ যা বাকি আছে সব আমি উন্নত করবো ইনশাআল্লাহ। পাড়া মহল্লার আনাচে কানাচে যে মেয়ল আবর্জনা আছে, তা পরিষ্কার করার ব্যবস্থা করবো। সমাজে বাল্য বিবাহ হয়, বাল্যবিবাহ বন্ধের জন্য আপনাদেরকে পাশে নিয়ে আমি সমস্ত ব্যবস্থা নিবো। ইভিটিজিং, মাদক সেবন বন্ধ করবো।
রবিবার (৭ ফ্রেব্রুয়ারি) বিকালে শহরের বাসাইল দক্ষিণ পাড়ায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচিত হলে আধুনিক ওয়ার্ড গড়তে যা যা দরকার আমি করবো। তাই আমি আশাকরি আমাকে টিউব লাইট মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
Leave a Reply