ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক মো. আপেল মিয়া নিহত হয়েছেন। সোমবার (১লা ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আপেল উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের জঙ্গিশিবপুর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, ওই চালক সিএনজি আনতে ভৈরব গিয়েছিল। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি।
তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠাই। এ ঘটনার পর নোহার চালক পালিয়ে যায়।
Leave a Reply