রাব্বি সরকার : আসন্ন মাধবদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের নৌকা মার্কার সমর্থনে প্রথম নির্বাচনী প্রচার-প্রচারনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ৩টায় মাটির মসজিদ সংলগ্ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাছেন আলী মোল্লার সভাপতিত্ত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, এ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের ভালবাসা অর্জন করা। এ করোনা কালে আমি আমার ও নিজের পরিবারের কথা চিন্তা না করে আপনাদের জন্য কাজ করেছি। মাধবদীতে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, আমি আগামীতে নির্বাচিত হতে পারলে মাধবদীতে কোন মাদক ব্যবসায়ী থাকবে না।
এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ মোতালিব পাঠান, বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, নরসিংদী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনির শাহ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ ফরিদ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাকির হোসেন প্রমুখ।
Leave a Reply