এস.এম বেলাল : পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঘোড়াশাল পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। এসময় কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফুটেছে।
কম্বল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, পৌর কাউন্সিলর আলম খন্দকার ও কবির হোসেন প্রমুখ।
ঘোড়াশাল পৌর মেয়র জানান, ‘শীতে পৌর এলাকার অসহায় মানুষদের যেন শীতবস্ত্রের জন্য কষ্ট না হয় সেজন্য ৯টি ওয়ার্ডে কম্বল বিতরণ আজ থেকে শুরু করা হয়েছে। কাল শুক্রবার ও শনিবার পৌর এলাকার মোট ৫ হাজার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।’
Leave a Reply