ডেইলি নরসিংদী ২৪ : বাংলাদেশের প্রথমবারের মত অনলাইন ভিত্তিক নাচের রিয়েলিটি শো স্বপ্নসিড়ি’র জমকালো গ্র্যান্ড ফিনালে গত শনিবার আগারগাঁও লায়ন্স টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন সময়ে একঝাঁক তরুণের ক্ষুদ্র প্রয়াসে ঢাকা মতিঝিল অর্কিড লিও ক্লাবের উদ্যোগে ও অর্কিড লায়ন্স ক্লাবের সার্বিক সহযোগিতায় ২০২০ সালে এর পথ চলা শুরু হয়। বাংলাদেশ ও দেশের বাইরে থেকে ১০,০০০ প্রতিযোগীর নাচের ভিডিও জামা পড়ে। অভাবনীয় সাড়া পাওয়ায় বৃহৎ পরিসরে বিকশিত হয়। সূক্ষ বিশ্লেষণের মাধ্যমে এর মধ্য থেকে দুই গ্রুপ থেকে ৮০ জন নির্বাচন করা হয়।
এভাবে দুই গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৪ জন নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন গ্রুমিং, প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটি পর্বে দেশের ও বিদেশের নৃত্য জগতের খ্যাতিমান তারকারা বিচারকের ভূমিকা পালন করেন।
প্যানেল বিচারক হিসেবে ছিলেন মতিঝিল অর্কিড লিও ক্লাবের লিও শামীম, ইনা, ববি, অনামিকা, লক্ষি ও সুমাইয়া। ১০ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা নির্বাচন করেন বাংলাদেশের খ্যাতিমান নৃত্য তারকা এম আর ওয়াসেক, ওয়ার্দা রিহাব, মেহেবুবা মেহেনুর চাঁদনী, ও আনিসুল ইসলাম হিরু। গ্রুপ কঃ চ্যাম্পিয়ন -আজরা আকিন ১ম রানারআপ -সেঁজুতি শহীদ স্নেহা দ্বিতীয় রানার আপ -স্বস্তিকা ভৌমিক তৃতীয় রানারআপ -নিশান মজুমদার চতুর্থ রানারআপ -নওশীন মুহা ও অনুশ্রী রানী দাশ গ্রুপঃ খ চ্যাম্পিয়ন – প্রিন্তি দে ১ম রানারআপ- আর্পন নাথ ও আফিফা আরিফ ২য় রানারআপ- সৃজনী বর্মন দিঘী ও সৈয়দ আশিকুজ্জামান মুন্না ৩য় রানারআপ- অর্পিতা জোয়ার্দার ও দেবযানী রায় ৪র্থ রানারআপ- হুমায়রা হোসেন টুকটুকি।
Leave a Reply