ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর শিবপুরে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ উপলক্ষে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃসাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার দাস, উপজেলা খাদ্য কর্মকর্তা আকবর হোসেন, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবিকুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক আলম খান, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস. এম খোরশেদ আলম সহ শিবপুর বাজার হোটেল ব্যবসায়ী,মৎসচাষী, মুরগী পালন কারী ও বিভিন্ন শ্রেণির ভুক্তভোগীগণ।
Leave a Reply