ডেইলি নরসিংদী ২৪ : আজ ৪ জানুয়ারি গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সর্বপ্রথম নরসিংদী সদর ইনডেক্স প্লাজা মালিক সমিতি ইলেকশন এক বছর পূর্তি হলো।
নরসিংদী-১ সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক), মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, উপদেষ্টা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম ও উপজেলা নির্বাহী অফিসার জামেরি হাসান এর নেতৃত্বে নির্বাচনী তফসিল ২৩/১২/২০১৯ইং অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ ০৪/০১/২০২০ইং তারিখে, ১৩৪ জন দোকান মালিককে ভোটার করে সুন্দর ও গ্রহণযোগ্য ০৪/০১/২০২০ইং তারিখে নরসিংদী উপজেলা কনফারেন্স হল ইনডেক্স প্লাজা মালিক সমিতির সর্বপ্রথম ইলেকশন করে দিয়েছেন।
উক্ত ইনডেক্স প্লাজা মালিক সমিতির সর্বপ্রথম সভাপতি এ কে এম জহিরুল ইসলাম (জাহাঙ্গীর) বিপুল ভোটে পাশ করেন। আজ তা একবছর পূর্তি হলো।
১৩৪ ভোটে মধ্যে ১১১ ভোট পরে তারমধ্যে ১টি বাতিল হয়, ৫৫ আনারস মার্কা এ কে এম জহিরুল ইসলাম (জাহাঙ্গীর), ৩৪ ফুটবল মার্কা মোঃ নুরুল ইসলাম ইমন ও ২১ দোয়াত কলম মার্কা এডভোকেট কামাল হোসেন ভোট পায়।
সর্বপ্রথম নির্বাচিত ইনডেক্স প্লাজা মালিক সমিতির সভাপতি এ কে এম জহিরুল ইসলাম (জাহাঙ্গীর) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উক্ত ইনডেক্স প্লাজা দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীবৃন্দ।
Leave a Reply