ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৩১ জনে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৫ হাজার ৯৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৬১৬ জন, শিবপুরে ২৭৪ জন,পলাশে ৩০৯ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবোতে ১৫৯ জন, রায়পুরাতে ১৮৫ জন।
গত ২৪ ঘন্টায় আইসোলেশন মুক্ত হয়েছেন ৩২ জন। বর্তমানে কোভিড ১৯ রোগে আক্রান্ত ৯ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে আইসোলেশনে এবং ২০ জন হোম আইসোলেশনে আছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনের সংখ্যা ১১৯ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ৫১ জন। সদর ২৯, পলাশ ২, বেলাব ৬, রায়পুরা ৬, মনোহরদী ২, শিবপুরে ৬ জন।
Leave a Reply