ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদী জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক জুম কনফারেন্সে সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ শে ডিসেম্বর) নরসিংদী জেলার জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতি প্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তামাক ও ধূমপান নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পাশাপাশি টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে ই সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ প্রদান করেন।
পাশাপাশি তিনি ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে সকল সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীর পেশা; বিশেষ করে পরিবহন সেক্টরের মালিক শ্রমিকদেরকে সচেতন করার লক্ষে বিশেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করে প্রচারণা ও উদ্বুদ্ধকরণের আহবান জানান।
Leave a Reply