ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর পালাশের ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হকের পিতা সাবেক জেলা সাব রেজিস্ট্রার মোঃ আজিজুল হক (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঘোড়াশাল পৌর ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান, নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি।
Leave a Reply