ডেইলি নরসিংদী ২৪ : ১৯৭১ সালে মহান স্বাধীনতা যোদ্ধে অংশগ্রহণকারী নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা এম তোফাজ্জল হোসেন সরকারের দাফন কার্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নমাজের পূর্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক ও শিবপুর মডেল থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও শিবপুর মডেল থানার পুলিশ রাষ্ট্রিয় মর্যাদা দেন।
জানাজায় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বাঘাব ইউপি চেয়ারম্যান মো: তরুন মৃধা প্রমূখ।
নামাজের জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply