ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর পলাশ ঘোড়াশালে শুভ বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে নরসিংদী জেলার পলাশ থানাধীন ঘোড়াশাল পৌরসভায় ঘোড়াশাল এ.জি চার্চ মিশনে (নর্দান মিশন স্কুল) ডিআইজি, ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এবং জেলা পুলিশ, নরসিংদীর পক্ষ থেকে ফুল, চকলেট ও কেক প্রদানের মাধ্যমে শুভেচ্ছা পৌঁছে দেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী।
এ সময় উপস্থিত ছিলেন, পাষ্টর মাইকেল সুবাস, প্রধান ধর্ম যাজক, ঘোড়াশাল এ.জি চার্চ মিশন এসময় উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীগণ।
Leave a Reply