ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর শেখেরচর বাজারে ক্রেতার ছুরিকাঘাতে আহত মাংস বিক্রেতা বাচ্চু মিয়া ওরফে বাচ্চু কসাই মারা গেছেন।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি শেখেরচরে।
বাচ্চু মিয়াকে গত শুক্রবার সকালে চুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে দুই ক্রেতাকে বাজারের লোকজন আটক করে। পরে তাদের ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ওই দুই ক্রেতা হলেন বরিশালের সাইফুল ইসলাম ও মো. হাসান।
লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে দুই ক্রেতা শেখেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাচ্চু মিয়ার দোকানে মাংস কিনতে আসেন। এ সময় মাংসে হাড় দেয়া নিয়ে উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। পরে ক্রেতা হাসান দোকানে থাকা ছুরি নিয়ে বাচ্চুকে আঘাত করেন।
গুরুতর আহত বাচ্চুকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) জানান, ঘটনাস্থল থেকে আটক দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Md shahjalal
12jun1995