ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল খানের ব্যবসা প্রতিষ্ঠানে একদল মুখোশধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক ব্যবসায়ী ও কর্মচারীকে কুপিয়ে আহত করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার হাসনাবাদ বাজারে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে হাসনাবাদ বাজার বণিক সমিতি ও বাজারের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।
যুবলীগ নেতা ও হাসনাবাদ বাজারের ব্যবসায়ী দুলাল খান জানান, গতকাল সন্ধ্যায় তিনি ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব-নিকাশের কাজে ব্যস্ত ছিলেন। তখন একদল সন্ত্রাসী হাতে রাম-দা ও চাপাতি নিয়ে প্রবেশ করে। মুখোশধারীদের একজন তাকে চাপাতি দিয়ে কোপ দিতে এগিয়ে এলে চেয়ার থেকে পড়ে যান তিনি। ওই সময় ব্যবসায়ী আল আমিন শিকদার (৩২) ও দোকানের কর্মচারী মো. হান্নাকে (৩৬) এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মুখোশ পড়া থাকায় তাদের কাউকে চিনতে পারেননি তিনি।
তিনি আরো বলেন, খবর পেয়ে সন্ধ্যায় আমিরগঞ্জ ফাঁড়ির পুলিশ আসে। পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় এখানো লিখিত অভিযোগ করেননি জানান তিনি।
আহত ব্যবসায়ী আল আমিন শিকদার জানান, চারজন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে দোকানে প্রবেশ করেন। দুই জনের হাতে ছিল রাম-দা ও অপর দুই জনের হাতে ছিল চাপাতি। অল্প সময়ের ব্যবধানে তারা আমাকে ও দোকানের কর্মচারীরে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
হাসনাবাদ বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, বাজার জন্মের চুয়ান্ন বছরে এরকম ন্যক্কারজনক ঘটনা ঘটতে দেখিনি। যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। ব্যবসায়ীদের ওপর এমন হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডৌকারচর ইউপির সাবেক চেয়ারম্যান ও হাসনাবাদ বাজারের ব্যবসায়ী মীর সেলিম রেজা, এম এ বাতেন, জামিল খান, এম আর মামুন প্রমুখ।
Leave a Reply