ডেইলি নরসিংদী ২৪ : পলাশের ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হক ৬ নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।
আসন্ন পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬ নং ওয়ার্ডের গুনিলপাড়া এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক, সাধারণ সম্পাদক এস.এম শফি, পৌর যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা ও পৌর মহিলা কাউন্সিলর সুরাইয়া বেগম প্রমুখ।
ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, আমি কখনো কোন অন্যায় করিনি, কখনো কোন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। মাদক সন্ত্রাস ও যে কোন অন্যায়ের সাথে যারাই জড়িত থাকুক তাদের সাথে কোন আপোষ নয়। নিজের দলের লোক অন্যায় করলেও তাকে ছাড় দেওয়া হবেনা। নিজের পিতা অসুস্থ হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তারপরও পৌরসভার নাগরিকদের যেন কোন সমস্যা না হয় সেজন্য কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১০ বছর ধরে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। এর পরেও আমার ও পৌর নাগরিকদের জন্য কিছু কাজ অসমাপ্ত রয়েছে। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে আবারও মেয়র হিসেবে আপনাদের সেবা ও অসাপ্ত কাজগুলো শেষ করতে চাই। আশা করি আপনার আমার পাশে থাকবেন।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, অতীতের ন্যায় এবারও নৌকা মার্কা প্রতীকে আলহাজ্ব শরীফুল হক শরীফ ভাইকে মূল্যবান ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল আপনাদের কাছে পৌছে দেওয়ার সুযোগ করে দিবেন।
Leave a Reply