পলাশ প্রতিনিধি : দেশীয় নির্ভেজাল পন্য বাংলাদেশের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যায় নিয়ে ১৯ ডিসেম্বর শনিবার বিকালে নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়নের চর্ণগরদী বাজারে শুভ উদ্ভোদন করা হলো “স্বপ্নঘর অয়েল মিলস্” এর। উদ্বোধনের শুরু থেকে প্রথম পন্য হিসেবে উৎপাদন শুরু হলো “স্বপ্ন” খাঁটি সরিষার তৈল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোদন করেন, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী। উদ্ভোদনী বক্তব্য রাখেন প্রধান উদ্যোগক্তা আহসানুল কবীর স্বজন।
আলহাজ্ব লুৎফর কবীর ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসান ইমাম সজীব ভূইয়া ও হাবীবা সুলতানা মুন্নী।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মারুফ আহমেদ মাসুম, সুলতান উদ্দীন আহমেদ, মোস্তাক আহমেদ খান ও মনিরুজ্জামান ভূইয়া ইমন প্রমুখ।
Leave a Reply