ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে ২০০ পিস ইয়াবাসহ মোঃ বাদল মিয়া (৪০) ও মোঃ সুজন মিয়া (২২) নামের দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টা ৫৫ মিনিটের দিকে নরসিংদী ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শীলমান্দি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, শীলমান্দির আদম আলীর ছেলে বাদল মিয়া (৪০), সাহেপ্রতাপের বাদল মিয়ার ছেলে সুজন মিয়া (২২)।
গ্রেফতারকৃত আসামী বাদলের বিরুদ্ধে ইতোপূর্বে ৬টি মাদক মামলা ও সুজনের বিরুদ্ধে ইতোপূর্বে ১টি মাদক মামলা আছে।
এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা।
Leave a Reply