ডেইলি নরসিংদী ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুন্দারপাড়া শহীদ জয়নাল আবেদীন সরকার স্মৃতি সংসদ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাহিদ সরকারের সভাপতিত্বে ও সদস্য-সচিব জাহিদুল শেখ কাওছার এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাহিদ সরকার বলেন, এই ইউনিয়নে চেয়ারম্যান হলে আমি আমার ইউনিয়নের জনগণের জানমালের নিরাপত্তা দিবো। এই ইউনিয়নে কোন সন্ত্রাস-চাঁদাবাজ থাকবে না। বাঘাব ইউনিয়নকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের উপপ্রচার-সম্পাদক খোকন সরকার, নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য-সচিব মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী অব: মিলীটারী সহ শিবপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply