রাব্বি সরকার : নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বলেছেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। বাংলাদেশ চায়নি। তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়েছে। তারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারী বাহীনির এদেশে ঠাঁই নাই। মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, মুজিবুরে বাংলায় আলবদরের ঠাঁই নাই। আমরা তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবোই করবো।
রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শিবপুর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা হাত দিয়েছে আমরা বিশ্বাস করি তারা বাংলাদেশকে এখনো বিশ্বাস করে না। আমরা আওয়ামী লীগ একটি পরিবার। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবো।
শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়াসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply