ডেইলি নরসিংদী ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় নরসিংদী-২ আসনের সাংসদ ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পলাশ উপজেলা কমপ্লেক্সের সামনে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
পলাশ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক শরীফ, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু, প্রমুখ।
Leave a Reply