ডেইলি নরসিংদী ২৪ : “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে এবং এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম কর্তৃক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্যাট সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী জেলা মুক্তিযুদ্ধ ৭১ ফোরামের সভাপতি আলহাজ্ব আঃ মোতালিব পাঠান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির( সিআইপি), নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর সহ নরসিংদী জেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতার সম্মান রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে তার এই অগ্রগতিতে বাধাগ্রস্ত করার লক্ষে স্বাধীনতা বিরোধী একটি মহল এ চক্রান্ত করছে। আমাদের সকলকে সোচ্চার হতে হবে।
Leave a Reply