ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬৯৪ জনে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ৯ ডিসেম্বর ৪৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শুক্রবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার ৬ জন ও বেলাবতে ৩ জন। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬৯৪ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৫ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৮৬ জন, শিবপুরে ২৭২ জন, পলাশে ৩০৮ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবতে ১৫৯ জন ও রায়পুরায় ১৮২ জন।
বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ১৩ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১৩৬ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৯ জন ।
Leave a Reply