এস.এম বেলাল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মনসুর আহমেদ।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বপন কুমার, প্রচার সম্পাদক মাইনুদ্দিন, সহ প্রচার সম্পাদক জয়নাল আবদীন, জেলা মুক্তিযোদ্ধা লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাহেস্থা আক্তার, বীরমুক্তিযোদ্ধা রায়পুরা উপজেলার অন্যতম সদস্য হুমায়ূন কবির, প্রমূখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মনসুর আহমেদ বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। মুজিবের বাংলায় রাজাকার-আলবদরদের ঠাঁই নাই। মুজিবের বাংলায় জঙ্গিবাদ জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে।
Leave a Reply