মাধবদী প্রতিনিধিঃ আজ ৩রা ডিসেম্বর বৃহস্পতিবার মাধবদী পৌর সভায় গ্রামীণ উন্নয়ন কর্মসংস্থান (গ্রাউক) এর সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর নরসিংদী সদর অফিস কর্তৃক সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
নরসিংদী জেলা যুব প্রশিক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আমির আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন কর্মসংস্থান (গ্রাউক) এর সদর কর্মকর্তা নুরুন নাহার, নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা প্রমুখ।
এসময় পৌর সভার ১২টি ওয়ার্ডের ৭৫ জন মহিলা সদস্যকে প্রশিক্ষণ দিয়ে সনদ প্রদান করা হয়। মাধবদী পৌর সভা হল রুমে তিন ক্যাটাগরীতে ৭দিন করে ২১দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।
Leave a Reply