ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, নরসিংদী শহরের দেশপ্রিয় রোডের একটেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক শিপন দাস, শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের ঘাসেরদিয়া গ্রামের সিদ্দিক ভূঁইয়া ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিলন মিয়া।
সদর মডেল থানার ওসি বিপ্লব দত্ত চৌধুরী জানান, নিজ কক্ষে শিপনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্বজনরা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
শিবপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ঘাসেরদিয়া গ্রামের সিদ্দিক ভূঁইয়া পেশায় কবিরাজ ছিলেন। স্থানীয়দের দেয়া তথ্যমতে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম জানান, মিলন মিয়া পেশায় কৃষক ছিলেন। বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ও ছেলে-মেয়েরা পার্শ্ববর্তী জমিতে শিম তুলতে যান। এরপর বাড়ি এসে দেখেন মিলন মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
Leave a Reply