ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুইশত পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৩০ নভেম্বর) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৯টায় রায়পুরা থানাধীন লোচনপুর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) জুয়েল মিয়া (২৮), পিতামৃত- আতর মিয়া,সাং- লোচনপুর, থানা-রায়পুরা, (২) রাসেল বাবু (২০), পিতা- আহাম্মদ আলী, সাং- ছোটাবন্ধ, থানা-শিবপুর, উভয়জেলা-নরসিংদীদের ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে রায়পুরা থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
Leave a Reply