মাধবদী সংবাদদাতাঃ মাধবদী পৌরসভার ৯নং ওয়ার্ডে ২৬ নভেম্বর বৃহস্পতিবার মাধবদী পৌরসভার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবদী পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন।
আরো বক্তব্য রাখেন মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী আলহাজ্ব আনোয়ার হোসেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, মাধবদী পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, নরসিংদী সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর মিয়া। এসময় বক্তারা বর্তমান মেয়রের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। মাধবদী পৌরবাসীকে একচেটিয়া শাসন ব্যবস্থা থেকে রক্ষা করার জন্য নতুন মেয়র নির্বাচনের আহবান জানান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, মাধবদী থানা কৃষকলীগের আহবায়ক মো: খাইরুল ইসলাম খাঁন, সদস্য সচিব সুখরঞ্জন বণিক, মাধবদী থানা শ্রমিকলীগের আহবায়ক আনিসুর রহমান সোহেল, নরসিংদী সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি শ্রীকান্ত দাস মানিক, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, নরসিংদী সদর উপজেলা তাঁতীলীগের যুগ্ন আহবায়ক মো: জাকির হোসেন, মাধবদী শহর তাঁতী লীগের আহবায়ক হায়দার আলী, মাধবদী শহর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কমিশনার, সাবেক ছাত্রলীগ নেতা আবু দাউদ, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ খান অপূর্ব, মাধবদী পৌরসভা কৃষকলীগের আহবায়ক আল আমিন, মাধবদী পৌরসভা তাঁতীলীগের যুগ্ন আহবায়ক আল আমিন মিয়া প্রমুখ।
Leave a Reply