ডেইলি নরসিংদী ২৪ : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-বার, পিপিএম)। রবিবার (১৫ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম।
তিনি জানান, জ্বর আসায় এসপি প্রলয় কুমারের নমুনা সংগ্রহ করে রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসপি প্রলয় কুমার নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, “জ্বর অনুভূত হওয়ায় নিজের নমুনা পরীক্ষা করাই। পরে আমার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তবে শারীরিক কোনো ধরনের জটিলতা নেই আমার। তারপরও দ্রুত সুস্থতার জন্য রবিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছি।”
এদিকে, গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ নরসিংদীতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৩৯ জনে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৯৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
Leave a Reply