সুমন পাল, মাধবদী প্রতিনিধি : কাজ পাগল মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিককে জনসেবা থেকে বিরত রাখতে পারেনি সড়ক দুর্ঘটনা। গত ১০ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে বাইক দূর্ঘটনার স্বীকার হন পৌর মেয়র। ডাক্তারের নিষেধ থাকা সত্বেও বাড়ি থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করছেন। পৌর সভায় পৌঁছে সাজেদা আক্তার কে একটি হুইলচেয়ার উপহার দেন।
সাজেদা আক্তার বলেন, কিছুদিন আগে আমি দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করে অসহায় হয়ে পড়ি। গরীব মানুষ তাই একটা হুইলচেয়ার কেনার সামর্থ্য আমার নাই। পড়ে মেয়র বিষয়টি জেনে আমাকে আজ চলাচলের জন্য এই চেয়ারটি দিলেন। আমি মেয়রের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াৎ দেন। তিনি আমাদের গরীবের মেয়র। শুনেছি তিনি ভালো মানুষ, গরীবদেরকে ভালবাসেন আজ তার প্রমাণ পেলাম। এসময় সাজেদা আক্তার আনন্দে কাাঁদতে থাকেন।
মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী পৌরসভার আনন্দীতে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ পরিদর্শন করেন। এসময় অনেকেই মেয়র কে কাছে পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন। সাধারণ মানুষ মেয়র কে মাধবদী বাসীর উন্নয়নের বাতিঘর বলেও উল্লেখ করেন।
মেয়র বলেন, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন এজন্য আমি আল্লাহর শোকরিয়া আদায় করছি। আমি আপনাদেরই সন্তান, ভাই-বন্ধু। আমি আপনাদের সেবক হয়েই থাকতে চাই। আপনাদের ভালবাসা আমাকে নতুন করে কৃতজ্ঞতার পাশে বাধিত করেছে। এই অসুস্থ অবস্থায় আমি আপনাদের খোঁজখবর নিতে এসেছি এবং ব্রিজ পরিদর্শন করলাম। যতদ্রুত সম্ভব এই ব্রিজ উদ্বোধন করে আপনাদের চলাচলের পথ সুগম করা হবে। এসময় উপস্থিত জনসাধারণ মেয়রের দীর্ঘায়ু কামনা করেন।
পরে মেয়র পৌর অফিসে বসে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফাইল পত্রে স্বাক্ষর করেন।
Leave a Reply