ডেইলি নরসিংদী ২৪ : ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদপত্রের স্টিকার স্বমলিত গাড়ী ব্যবহার করে মাদক পাচারের সময় নরসিংদীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ থানার মোহাম্মদ আলীর ছেলে আন্তঃজেলা চোরাকারবারি চক্রের সদস্য মো: শাহআলম মোল্লা ওরফে আলম (৪৫) এবং ভোলার দৌলতখান এলাকার মো: হানিফ মিয়ার ছেলে জুয়েল (৩৪)।
এসময় তাদের কাছ থেকে মাদক কারবারীতে ব্যবহৃত প্রাইভেটকারসহ ৩১২ ক্যান নিষিদ্ধ ঘোষিত বিয়ার উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এসময় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে করে ১৩ কেইস (৩১২) ক্যান বিয়ার উদ্ধার হয়।
গ্রেপ্ততারকৃত শাহ আলম আন্ত:জেলা মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply