ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে আবারো জেলার শ্রেষ্ঠ পুলিশের পুরস্কার পেয়েছেন নরসিংদী জেলা পুলিশের পুলিশ পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপম কুমার সরকার (পিপিএম) মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম তাঁর হাতে সম্মাননা তুলে দেন। নরসিংদী জেলায় গত সেপ্টেম্বর মাসে অস্ত্র ,মাদক, অপহরণ, ইভটিজিং উদ্ধার এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে নরসিংদী জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করা হয়।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন,শিবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মেজবাহ উদ্দিন সহ জেলার সকল থানার ওসি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রুপম কুমার সরকার (পিপিএম) পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ মামলার মূলরহস্য উদঘাটন, বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদসহ একাধিক সম্মাননা গ্রহণ করেছেন।
রুপম কুমার সরকার তিনি একজন পুলিশের লড়াকু সৈনিক, মহামারী করোনা ক্রান্তিকালে জেলা পুলিশের পক্ষ হতে সরকারের দিক নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের সময়ে দিনরাত পরিশ্রম করেছেন,পরে তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। নরসিংদীর জেলার সাধারণ মানুষের দোয়া ও ভালবাসায় সুস্থ হয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে এসে আবারো জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন
Leave a Reply