সুমন পাল, মাধবদী প্রতিনিধি : সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর নরসিংদী জেলা প্রশাসন এ প্রতিপাদ্যে আজ ২২ আগস্ট শনিবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশে এবং উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এঁর তত্ত্বাবধানে সরকারি সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর এসিল্যান্ড (ভূমি) মোঃ শাহ আলম মিয়া।
পাইকারচর ভূমি অফিসের পুরানচর মৌজায় ৯২ নং দাগে ২৫ শতাংশ সরকারি খাস জমি(যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭৫ লক্ষ ১০ হাজার টাকা), মহিষাশুড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বালুসাইর মৌজায় ১২৯৯ দাগে ১০ শতক খাস জমি ( যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা), আটপাইকা মৌজায় ৩৬১ দাগে ১৩৩ শতাংশ ‘ক’ তফসিল ভূক্ত জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৩২ লক্ষ টাকা) এবং আটপাইকা মৌজায় ৩৪১ নং দাগে ১৫ শতাংশ ‘খ’ তফসিল ভূক্ত জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা)। বেদখলমুক্তকরণ করা হয় এবং সরকারের আয়ত্বে নেয়া হয়। মোট জমি ১৮৩ শতাংশ, মোট বাজার মূল্য ৭ কোটি ২ লক্ষ টাকা। এসময় পুলিশ প্রশাসন, ব্যাটালিয়ন আনসার ও নরসিংদী সদর গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা গণ সহযোগীতা করেন।
সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণের এ অভিযান অব্যাহত আছে ও থাকবে।
Leave a Reply