ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীর পৌর শহরের একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। ২২ আগষ্ট শনিবার দুপুর ১টার দিকে সদর রোডের আল মামুন হোটেলে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহ ও পরকিয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় নিহত রেশমা আক্তারের (২৫) স্বামী সামসুল হককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবিনগর উপজেলার রহমান বাড়ির সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন। দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাদস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খোলেনি কেউ।
অবস্থা বেগতিক দেখে হোটেল কতৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ। এ সময় নিহতের স্বামী সামসুল হককে আটক করে পুলিশ।
অপর আরেকটি সূত্রে জানা গেছে, কয়েকদিন পরপরই রেশমা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটান। বিষয়টি তার স্বামীর চোখে ধরা পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছে। এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাস্থল থেকে স্বামী সামসুল হককে আটক করেছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
Leave a Reply