ডেইলি নরসিংদী ২৪, মাহবুব খান: নরসিংদীর শিবপুরে ঐতিহ্যবাহী পুটিয়া বাজারে ঈদ উপলক্ষে জমে উঠেছে গরুর বাজার।নরসিংদী জেলা সহ বিভিন্ন অঞ্চলের গরুর মালিক ও ব্যাবসায়ীরা ছোট,মাঝারি ও বড় সাইজের গরু নিয়ে এসেছেন এই বাজারে।
বাজারে গিয়ে দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের উপচেপড়া ভিড়। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩ ঘটিকায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আলফা-২ শফিউর রহমান উক্ত বাজার পরিদর্শন করেন।এসময় সাথে ছিলেন শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম,উপ পরিদর্শক মিজানুর রহমান,উপ পরিদর্শক আলমগীর হোসেন,উপ পরিদর্শক ইমরান হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান বাজার কমিটিকে দিক নির্দশনা দিয়ে বলেন বাজারে প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে ব্যবহার,মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে ও ষাটোর্ধ্ব কোন ব্যাক্তি যেন বাজারে প্রবেশ না করেন সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেন।
তিনি বলেন, বাজার চলাকালীন পুলিশের নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
Leave a Reply