ডেইলি নরসিংদী ২৪, স্টাফ রিপোর্টর : সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সন্তান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় সিএনজি ও অটো চালক, দোকানদার, পথচারী এবং ছিন্নমূলদের মধ্যে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী (মাস্ক ও সাবান) বিতরণ করা হয়।
এ সময় এরফান দীপ বলেন, করোনা পরিস্থিতি এখন খুব ভয়াবহর দিকে। আপনারা করোনাকে ভয় পাবেন না।সচেতনতায় করোনাকে জয় করা সম্ভব। তাই আজকে সামান্য উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন সব সময় আপনাদের সেবা করতে পারি।
প্রসঙ্গত, করোনা ভাইরাস মোকাবেলায় তিনি আগেও উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সাবান সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
এছাড়া সাবেক এমপি মরহুম মোবারক হোসেনের পুত্র ও মোবারক হোসেন স্মৃতি সংসদের কর্ণধার এরফান হোসেন দীপ উপজেলা প্রতিটি ওয়ার্ডে করোনা মোকাবেলায় বেকার হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবার খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং বিতরণের জন্য উপজেলা ছাত্রলীগ, বিভিন্ন মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
Leave a Reply