প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো প্রতিনিধি : নরসিংদী জেলার বেলাব উপজেলার চর কাসিম নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, অস্ট্রেলিয়ার ক্যামবেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভূতত্ত্ববিদ ড. রইছ উদ্দিন পরলোকগমন করেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে গত ১৭ জুলাই তিনি রাজধানী ঢাকার গ্রীণলাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২২ জুলাই ১২.২০ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কীর্তিমান এই মহাপুরুষ আমাদের এই প্রিয় বাংলাদেশ সৃষ্টির জন্য ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ড. রইছ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথও জড়িত ছিলেন এবং বিভিন্ন পরিকল্পনা, গবেষণা ও সমন্বয়ের কাজে সবসময় বিভিন্ন কমিটিতে নিযুক্ত থাকতেন। মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৪ ঘটিকায় উনার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
Leave a Reply