সুমন পাল, মাধবদী প্রতিনিধি : “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই স্লোগানে নরসিংদীতে জেলাব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ রোববার নরসিংদী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে বাহিনীর ইউনিয়ন পর্যায়ের সদস্যদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি এক হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এসময় জেলা কমান্ড্যান্ট মোঃ সাজেদুর রহমান বলেন মুজিব বর্ষ উপলক্ষ্যে আনসার ও ভিডিপির মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। এবার তার দিক নির্দেশনায় আমরা বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করছি। আরো বলেন জেলার প্রতিটি ইউনিয়নের আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতাদের মাঝে আমরা একহাজার চারা বিতরণ করছি। এর ফলে সমগ্র জেলায় সমহারে বৃক্ষরোপন করা হয়েছে যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে ও ভিটামিনের অভাব দূর করবে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট বিভূতি ভূষন প্রামাণিক, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Leave a Reply