ডেইলি নরসিংদী ২৪ : নরসিংদীতে একটি মিনি বাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-জ-১১-২৭৭৭) গাড়ির চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে সাহেপ্রতাব মোড় রড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যপারে গাড়ির মালিক মোঃ আতাব উল্লাহ (৪৯) নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আমি বৃহষ্পতিবার (১৬ জুলাই) সাড়ে ৭টার দিকে সাহেপ্রতাব মোড় রড় মসজিদের সামনে গাড়িটি রেখে বাড়িতে চলে আসি। শুক্রবার (১৭ জুলাই) অনুমান সাড়ে ৫ টার দিকে আমি আমার মিনি বাসটি চালানোর উদ্দেশ্যে এসে দেখি গাড়িটি নাই। আমার ধারনা ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার পর হতে ১৭ জুলাই ভোর ৫ টা ২০ মিনিটের মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। পরে আমার আত্মীয়-স্বজন ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করি।
Leave a Reply