প্রদীপ কুমার দেবনাথ, বেলাব প্রতিনিধি : নরসিংদীর জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নে নয়াভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী এডভোকেট মো. নূরুল ইসলাম মাহমুদ হুমায়ুন সাহেবের ছেলে জনাব নূরুল মাহমুদ সাদী। ভবনটির শুভ উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয়ের সভাপতি ও বেলাব উপজেলা শ্রমিকলীগের সভাপতি জনাব রোকনুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি মঞ্জরুল আহমেদ সাদী ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন আলহাজ্ব মো. সৈয়দ উদ্দীন ( অব. জেলা শিক্ষা অফিসার), বেলাব উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মো. সায়েদুল ইসলাম, বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন, জনাব মো. শরীফউদ্দীন খান মুনেম, যুগ্ম-সাধারণ সম্পাদক, বেলাব উপজেলা আওয়ামীলীগ, জনাব মো. ইব্রাহিম মিয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বেলাব উপজেলা আওয়ামীলীগ প্রমুখ। অনুষ্ঠানে বেলাব উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বেলাব উপজেলাকে একটি আদর্শ ও ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন।
এ সময় দলীয় নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে বর্তমান করোনাকালীন কঠিন সময় জনগণের পাশে থাকতে আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকে বলে এই দলটি জনবান্ধব।
Leave a Reply