সুমন পাল, মাধবদী প্রতিনিধি : করোনা ভাইরাস এর মহামারীর সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন একদল নির্বীক তরুণ নরসিংদী সদর উপজেলা আনসার ভিডিপি ওয়ার্ড /ইউনিয়ন দলনেতাগন। তারা তাদের জীবনের ঝুঁকি জেনেও এই মহামারী করোনা ভাইরাসের সময় নিজেকে গুটিয়ে না রেখে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করার জন্য সর্বদা
নিজেদের নিয়োজিত রেখেছে মানুষের সেবায়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্যাট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন গঠিত কুইক রেসপন্স টিমের আহবায়ক মোঃ শাহ্ আলম মিয়ার তত্ত্বাবধানে কুইক রেসপন্স টিমের সদস্য হয়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছেন। কুইক রেসপন্স টিমের সদস্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে শনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর হোম আইসোলেশন ও রোগীর পরিবারের হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা তদারকি করা।
রোগীর স্বাস্থ্যের বর্তমান অবস্থার খোঁজ খবর নেয়া এবং লিপিবদ্ধ করা ও রোগীর হোম আইসোলেশন তদারকি করা। আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী সম্পর্কে খোঁজ নেয়া । আক্রান্ত ব্যক্তির বাড়িতে জীবাণুনাশক ছিটানো । আক্রান্ত ব্যক্তির বাড়িতে প্রবেশ ও বাহিরে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা এবং সতর্কতামূলক স্টিকার লাগানো। প্রতিবেশিদের করোনা আক্রান্ত ব্যক্তি বা রোগীকে স্বাস্থ্যবিধি মেনে সহযোগিতা করতে অনুরোধ করা। করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণ যাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য মাইকিং করে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা। লকডাউন কৃত রেড জোন এলাকায় টহল ও জেলা প্রশাসকের মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান।
জেলায় প্রবেশ -বাহির পথে চেকপোস্ট বসিয়ে টহল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির জানাযা ও দাফন কিংবা সৎকার করে আসছে নরসিংদী সদর উপজেলার আনসার ভিডিপি ৩নং ওয়ার্ড দলনেতা আরিফুল ইসলাম,০২নং ওয়ার্ড দলনেতা ইয়াছিন ভূঁইয়া,৫নং ওয়ার্ড দলনেতা কাজী মঈনউদ্দিন, শিলমান্দী ইউনিয়ন দলনেতা কাইয়ুম মিয়া, করিমপুর ইউনিয়ন দলনেতা ছগির হাসান, মাধবদী পৌরসভার ৪ নং ওয়ার্ড দলনেতা সুমন পাল প্রমুখ।
নরসিংদী জেলা প্রশাসক এর কুইক রেসপন্স টিমের সাথে করোনা ভাইরাস মোকাবেলায় যুদ্ধ করে আসছে আনসার ভিডিপির এই নির্বিক সৈনিক গন।
Leave a Reply