ডেইলি নরসিংদী ২৪, মাহবুব খান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার (১১ জুলাই) দ্বিতীয় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচী অনু্ষ্ঠিত হয়।
নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক সাংসদ আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ছোট ভাই, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম মোল্লা তাজুল এর নেতৃত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, সহ-সভাপতি সোলেমান মীর, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকার, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, বাঘাব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বকুল, জয়নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও পুটিয়া ইউনিয়ন যুবলীগ নেতা বেনজীর আহমেদ বেনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দ্বিতীয় ধাপের কর্মসূচীর অংশ হিসেবে তারা উপজেলার পুটিয়া, বাঘাব ও জয়নগর ইউনিয়ন এর বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন।
Leave a Reply