ডেইলি নরসিংদী ২৪, মাধবদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদী শহরটি শিল্প নগরী হিসেবে বেশ পরিচিত। দেশের শতকরা আশি ভাগ কাপড়ের চাহিদা এ অঞ্চল থেকে পূরন করা হয়। এ অঞ্চলে দেশের প্রত্যন্ত এলাকা থেকে শ্রমিক এসে কাজ করে। তাদের অক্লান্ত শ্রমের কারণেই মাধবদী শিল্পনগরী হিসেবে পরিচিতি পেয়েছে। করোনা ক্লান্তি লগ্নে দেশ যখন বিপর্যস্ত। শিল্প কারখানা যখন বন্ধ হয়ে গেছে তখন ব্যবসায়ীদের কথা চিন্তা করে বর্তমান সরকার স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা চালুর অনুমতি প্রদান করে। ঠিক সেই সময় মাধবদী কালীবাড়ি ডাইং মিলসে ঘটে শ্রমিক নির্যাতনের ঘটনা।
এ কথা লোকমূখে শুনে নির্যাতিত ইয়াছিনের পাশে দাড়ালেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
জানা যায়, ইয়াছিনের বাড়ি নোয়াখালী। সে কালীবাড়ি ডাইংয়ে ইলেক্ট্রিক এর কাজ করত। তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মিল কর্তৃপক্ষ মারধর করে। সেই থেকে ছেলেটি মানসিক ভাবে ভেঙে পড়ে। একদিন সে হঠাৎ করে তার রুম থেকে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি তার পরিবার জানতে পেরে মিল কর্তৃপক্ষে জানালে তারা জানায় আমরা আপনার ছেলে কিছুই করিনি।
বিষয়টি এলাকায় জানাজানি হলে মাধবদী পৌর মেয়র, মাধবদী থানা পুলিশের সহযোগিতায় কুমিল্লা থেকে ইয়াছিনকে উদ্ধার করে। আহত ইয়াছিনকে মাধবদী হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন পৌর মেয়র। ইয়াছিন কিছুটা সুস্থ হলে মিল কর্তৃপক্ষকে ডেকে তার পরিবারের লোকজনের সম্মতিক্রমে পঞ্চাশ হাজার টাকা ক্ষতি পূরনের ব্যবস্থা করে দেন পৌর মেয়র। একজন সুচিন্তিত মনের মানুষ হলেই কেবল এ ধরনের মানবিক কাজ করা সম্ভব। এর কিছু দিন আগে বিরামপুরের এক বৃদ্ধার সম্পত্তি জালিয়াতি করে নিয়ে যায় বৃদ্ধার আত্নীয়। সেই সম্পত্তিও মেয়র নিজে পদক্ষেপ নিয়ে উদ্ধার করে দেয়। করোনা কালীন সময়ে রোজার মাসে প্রতিদিন নিজ উদ্যোগ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। যিনি সর্বদাই মাধবদী বাসীর জীবন মান উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply