সুমন পাল, মাধবদী প্রতিনিধি : নরসিংদী জেলার মাধবদী থানা সংলগ্ন মাধবদী বাজারে গত একমাসের মধ্যে প্রায় চার থেকে পাঁচটি দোকানে চুরি হয়। মাধবদী বাজারের পাহারাদার এবং টহল পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি সংঘবদ্ধ চোর চক্র এই কাজটি করে আসছিলো।
এই সংঘবদ্ধ চোর চক্রকে ধরার জন্য মাধবদী বাজার বণিক সমিতি এবং মাধবদী থানার পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ৮ জুলাই রাত ২ টার দিকে বণিক সমিতির পাহারাদার এবং মাধবদী থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার দুর্ধষ চোর এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী ছোট মাধবদী এলাকার রফিক কসাই এর ছেলে আল-আমীন(৩০), ছোট গদাইরচর এলাকার স্বপন এর ছেলে সুমন(২২), বালুচর এলাকার হাজী আব্দুর রহমান এর ছেলে মোঃ হাবিবুল্লাহ(৩৪) কে চুরির প্রস্তুতিকালে ৩০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন, মাধবদী থানার এসআই দিদারুল আলম, এএসআই হারেছ মিয়া, কনস্টেবল কলিম ও আমিনুল।
এই বিষয়ে কথা হয় মাধবদী থানার এসআই দিদারুল আলম বলেন, (ওসি) আবু তাহের দেওয়ান স্যারের দিকনির্দেশনায় এই চোর চক্রকে ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি এবং এই চোর চক্রটিকে চুরির প্রস্তুতিকালে ৩০ পিস ইয়াবা সহ ধরতে সক্ষম হই।
এই বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস এর কারণে পুলিশ যখন সামাজিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের সেবায় ব্যাস্ত সেই সুযোগ কে কাজে লাগিয়ে এই সংঘবদ্ধ চোর চক্র গত এক মাসে প্রায় কয়েকটি দোকানে চুরি করে। এই চোর চক্রকে ধরার জন্য আমি আমার থানার প্রত্যেকটি অফিসারকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি তারই ধারাবাহিকতায় আজকের এই সাফল্য।
Leave a Reply